Saturday, May 23, 2020

কবিতা- প্রিয় অবহেলা

প্রিয় অবহেলা

~ সানি আহমেদ

কতগুলি বৃষ্টির রাত গুনেছি শূন্য প্রহর
কতকাল বর্ষায় পা ভিজিয়েছি কাদায়
তুমি আসবে বলে,
নিষ্প্রভ শহরে আলো জ্বালবে বলে,
তুমি আসোনি, কথা রাখোনি
আমার শূন্য প্রহর পায়নি পূর্ন্যতা 
ছলছল আঁখিতে শহর ডুবেছে বর্ষায় বন্যায়
ফাগুনি ফুলে বসন্ত আসেনি জীবনে।
আমি কি তোমায় দোষ দিব?
যার ভুলগুলোকে আপন করেছিলাম,
ভালবেসেছিলাম,
এই বাতাসে যার কন্ঠ ভাসে
ফুলের সুবাসে যার গন্ধ
যার ভুল আকঁড়ে ধরে বাঁচতে হয়েছিলাম প্রতিজ্ঞাবদ্ধ।

শুনেছি নিখোঁজ শহরে বেশ ভালো আছো
রক্তিম সন্ধ্যায় প্রেম আকঁছো
বছরখানেক বাদেও কি-
অনুভূতি সব বেঁচে আছে নাকি পঁচে গেছে?
আচ্ছা-
তোমারও কি অতোটা ভয় ছিলো আমাকে হারানো
যতটা হারানোর ভয় ছিলো আমার
প্রিয় হারানোর ব্যাথায় তুমিও কি কাতরেছিলে সেদিন
যেমনটা কাতরেছিলাম আমি। 
পূর্নিমার রাতে আমায় সেদিন দিয়ে গেলে আমাবস্যা
তারপর কি আর আমার খবর নিয়েছিলে
জানতে চেয়েছিলে কি কেমন আছি?
আমারও মন খারাপ হতো,
খুব রাগ, অভিমান হতো,
প্রিয় হারানোর ব্যাথায়-
আমার চোখেও নোনা জমতো
আমিতো বলিনি প্রণয়ী
আমায় খুব করে ভালবাসো
কিংবা তোমার সর্বস্ব দিয়ে আমায় আগলে রাখো
আমি শুধু চেয়েছিলাম আমায় অতোটা বুঝ,
যতটা সবার কাছ থেকে আড়াল করেছি।
জানো কি-
অভিমানের খুব অভিমান হয়েছে
এখন আর তার আগের মতন  অভিমান হয়না।

বৃষ্টির রাতে যখন তোমার হঠাৎ ঘুম ভেঙ্গে যেতো
শ্রাবণধারায় জানালায় বসে যখন হতে উদাস
আমার বিম্বোষ্ঠের সই- মনে কি পড়েনি তোমার, অতীতকালে বৃষ্টির দহনে পুড়ে-
তোমায় নিয়ে লিখেছিলাম যে প্রণয়লিপির বই?
ভুলে যাওয়া মানুষের কাতারে
তুলে দিয়েছো আমার নাম
তবুও যদি কখনো পড়ে মনে তবে চিঠি দিও
প্রযন্তে লিখে দিও "প্রিয় অবহেলা"

Thursday, May 21, 2020

কবিতা- পুরুষ

পুরুষ 
~ সানি আহমেদ

মন ছুঁয়ে দেওয়ার বাহানায়-
সে তোমার শরীর ছুঁতে চায়
হঠাৎ মেঘেজমা নির্জন সন্ধ্যায়-
সে অতীতে হয়ে যায়।

সে এক পুরুষের কথা,
সুদর্শন পুরুষ!
মুগ্ধ হয়ে যাও যার মিষ্টি হাসিতে
অপলক দৃষ্টির মিথ্যে অভিনয়ে,
এক যুগ ধরে আছো বসে-
কোকিলা কণ্ঠে গুণগান শুনবে বলে, 
হাজার রজনী থাকলে জেগে
খোয়াবে দেখলে যারে
উষাকাল গেলো হয়ে স্বরনে না রাখলে,
ফুল হয়ে ধরা দিবে বলে,
জানো কি তারে ভ্রমর নামে চিনে
ফুলে ফুলে উড়ে যৌবন পাড় করে।

বুকেতে রেখেছো, সময়ে বেঁধেছো,
অঙ্গে অঙ্গে দিয়েছো অধিকার,
ভেবেছো মন ছুঁইয়ে দিবে-
এক নারী হয়ে তার মনে করবে বাস।
জানো কি অবলা?
মন ছুঁয়ে দেওয়ার বাহানায়-
সে তোমার শরীর ছুঁতে চায়
হঠাৎ মেঘেজমা নির্জন সন্ধ্যায়-
সে অতীতে হয়ে যায়।